বাল্লা স্থলবন্দর আধুনিকায়নের কাজ শেষ হবে আগস্টে

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বাল্লা স্থলবন্দর আধুনিকায়নের কাজ শেষ হবে আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বর মাসের শুরুতে। এরপরেই উদ্বোধন হবে দেশের ২৩ নম্বর এ স্থলবন্দর।
গতকাল শনিবার স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ তথ্য জানিয়ে গেছেন।
এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকসহ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে হবিগঞ্জে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় ভারত-বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় চুনারুঘাটের কেদারাকোট এলাকায় ১৩ একর জমির ওপর ৪ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে বাল্লা স্থলবন্দর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে নির্মাণকাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রাথমিকভাবে ৪৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন আটকে থেকে ২০২১ সালের ৭ অক্টোবর বন্দর নির্মাণকাজ শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *