স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর খাদ্য তৈরীর প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক গাজীপুর ইউনিয়ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত ওই এলাকার হাবিব উল্লার ছেলে ফখরুল ইসলামকে (৩৫) পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করেন।
ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, ফখরুল ইসলামের বাড়িতে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী এবং খাদ্যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ফখরুলকে ৫০ হাজার টাকা অর্থদ- এবং ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে। চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।