বাহুবলে বিপন্ন পাখিগুলো মুক্ত আকাশে ॥ শিকারী কারাগারে

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে মনছুর আলী (২৫) নামে এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার দিগাম্বর বাজার থেকে আটটি বক পাখিসহ তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল জানান, বিভিন্ন স্থান থেকে শিকার করে আটটি বক পাখি দিগাম্বর বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসেন মনছুর আলী। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
বিপন্ন বক পাখিগুলোকে আকাশে অবমুক্ত ও দন্ডাদেশপ্রাপ্ত মনছুর আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *