বাহুবলে সেনাবাহিনীর ট্রাকের সাথে বাসের ধাক্কা লেগে আহত ১৭

প্রথম পাতা

এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবলে সেনাবাহিনীর ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে দুইজন সেনাসদস্যসহ ১৭ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাহুবল উপজেলার জাঙ্গালিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল হিরা মিয়া ও সৈনিক রাসেল আহমেদ স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আহত অবস্থায় বাসের ১৫ জন যাত্রীকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে দুধ নিয়ে সেনাবাহিনীর একটি ট্রাক সিলেট সেনানিবাসে যাচ্ছিল। পথে হবিগঞ্জগামী একটি ট্রাককে ক্রস করার সময় দুই গাড়িতে ধাক্কা লাগে। তখন গাড়ি দুু’টি দুইদিকের খাদে পড়ে গেলে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল হিরা মিয়া ও সৈনিক রাসেল আহমেদসহ বাসে থাকা আরও ১৫ জন যাত্রী আহত হন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান দৈনিক খোয়াইকে জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক দৈনিক খোয়াইকে জানান, বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনীর গাড়িটি তারা উদ্ধার করে নিয়ে যাবে। রাত ১০টা পর্যন্ত কোন মামলা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *