বেড়িবাঁধ না থাকায় চৈত্রে বিনিদ্র রজনী উপহার দেয় কুশিয়ারা

প্রথম পাতা

মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর বাজার সংলগ্ন শশানঘাট এলাকা থেকে মামুদপুর গ্রাম পর্যন্ত কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ না থাকায় ফসলী জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত এখানে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন আতঙ্কগ্রস্থ কৃষকগণ।
স্থানীয়রা দৈনিক খোয়াইকে জানান, উপজেলার কৈয়াগুপি, মাঠিয়াকাড়া, মামুদপুর হাউরে শতশত হেক্টর জমি আবাদ হয় প্রতি বছর। শত পরিমশ্রমের পর ফসল ফলানোর পর উল্লিখিত স্থানে বাঁধ না থাকায় প্রতি বছরই ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। প্রায় প্রতি বছরই কিছু কৃষকের জমি তলিয়ে যায়। চৈত্র মাস আসলেই মানুষজনকে বিনিদ্র রজনী উপহার দেয় কুশিয়ারা। তাই তারা বদলপুর বাজার সংলগ্ন শশানঘাট এলাকা থেকে মামুদপুর গ্রাম পর্যন্ত কুশিয়ারা নদীতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য অটল কুমার দাস দৈনিক খোয়াইকে জানান, বেড়ি বাধঁ নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ওই এলাকায় বাধ নির্মান করলে শত শত হেক্টর ফসলি জমিসহ নদীর তীরবর্তী গ্রামগুলো অকাল বন্যার কবল থেকে রক্ষা পাবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার দৈনিক খোয়াইকে বলেন, সরেজমিনে পরিদর্শনের পর এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *