ভূয়া এসিল্যান্ডের ফাঁদে পড়ে জরিমানা

প্রথম পাতা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে এসিল্যান্ড পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম নামে এক আইসক্রীম ফ্যাক্টরীর মালিকের নিকট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় প্রতারক চক্রকে সহযোগিতার অপরাধে কফিল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল আজমিরীগঞ্জের এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি কফিলকে অর্থদ- করেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫৪ ধারায়। কফিল উপজেলার বিরাট উজানপাড়া গ্রামের সাহাব উদ্দিন মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতারক চক্র বিভিন্ন বাজারে বেকারী, আইসক্রীম ফ্যাক্টরী ও রেস্টুরেন্ট ব্যাবসায়ীদের টার্গেট করে মোবাইলে কল করে প্রতারণার চেষ্টা করছে। গতকাল কফিল উদ্দিনের মোবাইলে কল দিয়ে কয়েকজন ব্যবসায়ীর নম্বর চায় এসিল্যান্ড পরিচয়ে। এ সময় কফিল বাজারের লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে তার ব্যবহৃত মোবাইল দিয়েই প্রতারক চক্রের সদস্যদের সাথে জাহাঙ্গীর আলমের ভাতিজা আপন মিয়াকে আলাপ করিয়ে দেন। এ সময় প্রতারক নিজেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে আপনকে ভ্রাম্যাণ আদালতে ৪ লাখ টাকা অর্থদ- ও কারাদ- করার ভয় দেখায়। ভয় পেয়ে আপন প্রতারকের নম্বরে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন।
বিষয়টি জানার পর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কফিল উদ্দিনকে প্রতারক চক্রকে সহযোগিতার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন। আজমিরীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিঠুন দাসের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসিল্যান্ড শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ ব্যাবসায়ীদের টার্গেট করে প্রতারণার চেষ্টা করছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি এবং সবাইকে সচেতন থাকার জন্য বলছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *