মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকদের মাঝে সংঘর্ষ হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার শিবজয়নগর ও সাতপাড়িয়া গ্রামবাসীর মাঝে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ফুটবল খেলা নিয়ে এ দুই গ্রামের লোকদের মারামারীতে ১৫ জন আহত হয়েছিলেন। সেদিন সহকারি পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
কিন্তু গতকাল দুপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের লোকজন ফের সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষে অন্তত ১০ আহত হয়েছেন। এর মধ্যে জিয়া উদ্দিন, আব্দুল কাদির, জজ মিয়া, তুহিন মিয়া ও আব্বাস মিয়াকে চিকিৎসার জন্য ঢাকা এবং সিলেটে পাঠানো হয়।
শিবজয়নগর গ্রামের শামীম মিয়া জানান, গতকাল তাঁদের পক্ষের এক লোক মাঠে ঘাস কাটতে গেলে সাতপাড়িয়ার লোকজন মারধর করে। যার ফলে এই রক্তপাতের ঘটনা ঘটে।
তবে সাতপাড়িয়া গ্রামের মজনু মিয়ার দাবি, তাঁদের লোকজন দুপুরে রাস্তায় গেলে আগে মারপিট করে শিবজয়নগর পক্ষের লোকেরা।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।