মাথা গোঁজার ঠাই হল ষাটোর্ধ্ব ছায়া বানুর

শেষ পাতা

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ঝুঁকিপূর্ণ একটি ঘরে বসবাসকারী ছায়া বানু পেলেন সরকারি একটি বসতঘর। গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলী নূর এ সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি দৈনিক খোয়াইয়ে ‘ঝুপড়ি ঘরে ঝুঁকি নিয়ে ছায়া বানুর বসবাস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও ইউএনও নাজরাতুন নাঈমের নজরে আসে। পরে জেলা প্রশাসক উদ্যোগ গ্রহণ করে বরাদ্দ প্রদান করেন।
জানা গেছে, ৬৬ বছর বয়ষী ছায়াবানু শায়েস্তাগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবের চক গ্রাম এলাকার মৃত আছকির মিয়ার স্ত্রী।
প্রায় ১৭ বছর আগে স্বামী মারা যাওয়ার পর ছায়া বানু অসহায় হয়ে পড়েন। প্রায় ৪ শতকের ভিটেমাটি ছাড়া আর জমিজমা নেই। অনেক চেষ্টার পর বছরখানেক আগে ছায়া বানু বিধবা ভাতার কার্ড পান। ভাতার আয়ে তার কিছুই হয় না। অন্য কোন আয়ের পথও নেই।
চার কন্যার মধ্যে পিতা আছকির মিয়া মারা যাওয়ার আগে ৩ জনকে বিয়ে দিয়ে যান। পরে বাকি ১ কন্যাকে বিয়ে দেন ছায়া বানু। তবে কন্যাদের স্বামীরা কিছুটা সহায়তা করেন তাকে। টাকার অভাবে তিনি ঘর মেরামত করাতে পারছিলেন না। তাই বৃষ্টি এলে টিন ফুটো হয়ে ঘরে পানি প্রবেশ করছিল। এবার নতুন ঘর নির্মাণ হওয়ায় শান্তিতে বসবাস করতে পারবেন জানিয়ে জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছায়া বানু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *