জুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে গরু চুরির অভিযোগ তুলে মাসুম মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে গাছের সাথে বেঁধে মারপিট করেন গ্রামবাসী।
গতকাল সোমবার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। উপজেলার নোয়াপাড়া এলাকার বক্কর আলীর ছেলে তিনি।
পিয়াইম গ্রামবাসীর দাবি, মাসুক গরু চুরি করতে গেলে গণপিটুনী দেয়া হয়। অন্যদিকে নিহতের পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াইম গ্রামের গ্রামের আব্দুল মতিন নামের এক ব্যক্তির বাড়িতে গরু চুরির চেষ্টার অভিযোগে গত রবিবার দিবাগত রাতে মাসুমকে আটক করা হয়। পরে তাকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করেন গ্রামের কিছু লোক। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল সোমবার মাধবপুর থানার একদল পুলিশ তাকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পরে হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া মরদেহের সুরতহাল রিপোর্ট করে মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন দৈনিক খোয়াইকে জানান, দুর্গম এলাকা পিয়াইম গ্রামে গরু চুরি করতে যান কয়েকজন। এ সময় গ্রামবাসী মাসুমকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর পিটুনীতে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের লোকজন থানায় এসেছিলেন। তারা দাবি করেছেন পরিকল্পিতভাবে মাসুমকে হত্যা করা হয়েছে। মরদেহ দাফন নিয়ে তারা ব্যস্ত। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।