স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ডিমের ঝুড়ি থেকে পাঁচ ফুট লম্বা একটি কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। গতকাল শনিবার বন বিভাগ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে এই সাপটি অবমুক্ত করে। এর আগে শুক্রবার রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকার এক বসত বাড়ি থেকে সাপটি ধরে আনা হয়।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ দৈনিক খোয়াইকে জানান, রেললাইনের পার্শ্ববর্তী নূর মিয়া নামে এক ব্যক্তির বসতঘরে থাকা ডিমের ঝুড়িতে ছিল একটি কোবরা সাপ। শুক্রবার রাতে দুই শিশু ঝুড়ির পাশে গেলে এটি ফুসফুস করতে থাকে। এ সময় ঝুড়ির মুখে জাল দিয়ে আটকে ফেলা হয় সাপটিকে। পরে খবর দিলে বন বিভাগের লোকজন ধরে এনে পরদিন শনিবার সাপটিকে সাতছড়িতে অবমুক্ত করেন।
চুনারুঘাটের তেলমাছড়া বিট কর্মকর্তা মাহমুদ হোসেন দৈনিক খোয়াইকে বলেন, এটি পাঁচ ফুট লম্বা প্রাপ্ত বয়স্ক কোবরা সাপ। হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল। ধরে আনার পর সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।