মাধবপুরে পাহাড়ি ঢলে ফিসারী ও ফসলী মাঠের ব্যাপক ক্ষতি

শেষ পাতা

মোহা. অলিদ মিয়া, মাধবপুর থেকে ॥ পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে মাথায় হাত পড়েছে মাধবপুরের মৎস্যচাষী এবং কৃষকদের। পানিতে ভেসে গেছে ফসল আর চাষ করা মাছ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জগদীশপুর, ছাতিয়াইন, বুল্লা ও বাঘাসুরা ইউনিয়নের মৎস্য খাত।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮ জন মাছ চাষীর প্রায় ৩.২৪ হেক্টর পুকুরের পাড় পানিতে তলিয়ে গেছে। যেগুলোতে মাছ ছিল ৪ হাজার ৬শ’ ৭৫ মেট্রিক টন।
অপরদিকে বন্যায় আউশ ও রোপা আমনের বীজতলা এবং গ্রীষ্মকালীন সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে। ধর্মঘর, চৌমুহনী, আদাঐর, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নয়াপাড়া, ছাতিয়াইন ও বাঘাসুরা ইউনিয়নের প্রায় সকল এলাকার ফসলের ক্ষতির হয়েছে। ১৬০ হেক্টর জমি নিমজ্জিত হয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জগদীশপুর ইউনিয়নে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৫১০ হেক্টর আউশ, ৩৪ হেক্টর রোপা আমনের বীজতলা এবং গ্রীষ্মকালীন সব্জি নষ্ট হয়েছে ১০৩ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৬৪৭ হেক্টর।
জগদীশপুর ইউনিয়নের মাছ চাষী আলমগীর মিয়া দৈনিক খোয়াইকে জানান, তার ৩২৫ শতাংশের ৪টি পুকুরের মধ্যে ১৪০ শতকের ২টি পুকুরের পাড় ভেঙ্গে বন্যার পানিতে সকল মাছ তলিয়ে গেছে। এছাড়া বাবুল মিয়া, বাদল মিয়াসহ বেশ কয়েকজন কৃষক জানান, তাদের রোপা আমনের বীজতলা তলিয়ে গিয়ে স্বপ্ন ভেসে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, মৎস্য চাষীদের খোঁজ নিয়ে ক্ষতির পরিমান উল্লেখ করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *