স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল রবিবার সকাল ৮টায় স্টার সিরামিক্স কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপ ভ্যান চালক কুমিল্লার চৌদ্দগ্রামের দ্বীন ইসলামের ছেলে নুরুল আমিন নিলয় (২৫) ও একই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে হেলপার সাহাব উদ্দিন মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেটে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে থেকে ঢাকাগামী আরেকটি পিকআপ ভ্যান রং সাইডে চলে গেলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক নিলয় ঘটনাস্থলেই মারা যান। তখন দুই হেলপারসহ আরো তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। পরে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেলপার সাহাব উদ্দিন। আহত অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ডিএডি শিমুল রফি দৈনিক খোয়াইকে জানান, কক্সবাজার থেকে আসা বাসটিতে পর্যটকের একাধিক দল ছিল। মাধবপুরে একটি পিকআপ ভ্যান রং সাইডে চলে গেলে দুটি গাড়ির সংঘর্ষ হয়। পিকআপ ভ্যান চালকের মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।