স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ২৮টি চোরাই মুঠোফোন জব্দ ও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার সায়হাম ফিউচার কমপ্লেক্সের নীচতলায় এক্সচেঞ্জ গ্যালারী নামের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি হবিগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান। গ্রেপ্তার ২২ বছর বয়সী রাকিব শাহ শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে।
ওসি সফিকুল ইসলাম বলেন, “এক্সচেঞ্জ গ্যালারীতে চোরাই মোবাইল কেনাবেচার অভিযোগে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর নিকট থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৮টি চোরাই মোবাইল জব্দ করা হয়।”
আটক রাকিবের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরও বলেন, “চোরাই মোবাইলগুলো সে একাধিক ব্যক্তির কাছ থেকে কম মূল্যে ক্রয় করে বেশিদামে বিক্রি করে।”
ডিবির অভিযানের সময় আরেক আসামী পালিয়ে যায় বলেও ওসি জানিয়েছেন।