এসএম খোকন, বানিয়াচং থেকে ॥ আদালতে মামলার জট কমানোসহ দ্রুত সময়ের মধ্যে মানুষের বিচার নিশ্চিতে জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি করা প্রয়োজন। এজন্য স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আন্তরিক থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন হবিগঞ্জের সিনিয়র সহকারি জজ সম্পা জাহান।
তিনি আরও বলেন, যাদের বিরোধ একেবারেই সমাধান করা যায় না; তাঁরা নির্দিষ্ট ফরমে আবেদনের মাধ্যমে সরকারিভাবে আইনজীবী নিয়োগ করে বিনা টাকায় আইনী সহযোগিতা পেতে পারেন। এছাড়া তিনি নিয়মিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কমিটির সভা করার পাশাপাশি জেলায় প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দিয়েছেন।
জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় সেমিনারে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
বক্তব্য রেখেছেন, বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জমান খান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল্লা আল মাসুদ, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমদ, মাসুদ কোরানী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, জয় কুমার দাশ, আহাদ মিয়া প্রমুখ।