মুয়াজ্জিন হত্যা মামলায় দুই আসামী কারাগারে

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গত রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তাঁদের আটক করে।
আটকরা হলেনÑ মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের ফরাস উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন (৪০) ও মৃত আবু মিয়ার ছেলে রোকন উদ্দিন (৫০)।
র‌্যাবের সিলেট ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আটক দুজনকে মাধবপুর থানায় হস্তান্তর করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করে।”
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল ঈদের দিনে রসুলপুরে উচ্চস্বরে গান বাজানোয় নিষেধ করায় একদল উশৃঙ্খল লোক মসজিদের ইমাম ইরফান আলীকে পিটিয়ে হত্যা করে। সেদিন রাতেই নিহতের ছেলে লিটন ২৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *