মেয়েকে লুকিয়ে রেখে আত্মীয়ের বিরুদ্ধে অপহরণ মামলা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় এক ব্যক্তি তার মেয়েকে লুকিয়ে রেখে নিকটাত্মীয়দের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন। ৮ মাস পর আবিদা আক্তার (১৪) নামের ওই মেয়েটিকে ঢাকার রায়ের বাজার এলাকায় খালার বাসা থেকে উদ্ধার করল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল বৃহস্পতিবার পিবিআই হবিগঞ্জের পরিদর্শক শরীফ মোঃ রেজাউল করিম আবিদাকে উদ্ধার করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে সোপর্দ করেছেন। পরে আদালত মেয়েটিকে তার পিতা রমিজ আলীর জিম্মায় দেন।
পিবিআই জানিয়েছে, গেল জানুয়ারী মাসে বাহুবল উপজেলার চরগাঁওয়ের বাসিন্দা রমিজ আলী তার মেয়ে আবিদাকে অপহরণের অভিযোগে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছিলেন। আসামী করেন তারই আপন ফুফাতো ভাই হান্নান মিয়া, তাহির মিয়া, আব্দুল্লা মিয়া এবং ভাতিজা নবাই মিয়া ও রায়হান উদ্দিনকে। আদালত থেকে মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
সম্প্রতি তথ্য প্রযুক্তির ব্যবহার করে আবিদার অবস্থান জানতে পারে পিবিআই। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় আবিদার খালা জুলেখা বেগমের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক আবিদাকে তার বাবার জিম্মায় দিয়েছেন।
পিবিআই হবিগঞ্জের পরিদর্শক শরীফ মোঃ রেজাউল করিম দৈনিক খোয়াইকে জানিয়েছেন, অপহরণ মামলা হলে আদালতের নির্দেশ পেয়েই তদন্ত শুরু হয়। আট মাস পর তথ্য প্রযুক্তির ব্যবহারে জানা গেলো মেয়েটির বাবা তাকে ঢাকায় লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছেন। সেখান থেকে উদ্ধার করে এনে আদালতে সোপর্দ করলে বিচারক আবিদাকে বাবার জিম্মায় দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *