জুয়েল চৌধুরী ॥ শহরে এক হাজার দুইশ’ টমটম চলাচলের অনুমতি থাকলেও চলছে প্রায় চার হাজার। যে কারণে যানজটের শহরে পরিণত হয়েছে হবিগঞ্জ। এরই মাঝে জানা গেল আরো একশ’ টমটম চলাচলের অনুমতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
বারোশ’র অনুমতি পেয়ে চলাচল করছে চার হাজার। আরও একশ’ অনুমতি পেলে কতগুলো বাড়বে এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শহরবাসীর মাঝে। তীব্র যানজট বিড়ম্বনার মাঝে হবিগঞ্জ পৌরসভার এমন সিদ্ধান্তে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দুর্ভোগ মুক্তিতে মেয়রের সিদ্ধান্তের অপেক্ষায় শহরবাসী।
পৌরসভা সূত্র জানিয়েছে, পৌরসভার নম্বর প্লেট নিয়েছে হবিগঞ্জ শহরে চলাচলরত ১২শ’ টমটম। প্রতিটি টমটমের বিপরীতে পৌরসভাকে দিতে হয় বছরে ৮ হাজার টাকা। সে হিসেবে ১২শ’ টমটম থেকে পৌরসভার বার্ষিক আয় ৯৬ লাখ টাকা। তবে বর্তমানে অনুমতি প্রাপ্তগুলোর মধ্যে কিছু মেয়াদোত্তীর্ণ।
সূত্র জানিয়েছে, বর্তমানে ১২শ’ টমটমের লাইসেন্স নবায়নের কাজ চলছে। আর এ সময় আরও ১শ’ টমটমের নম্বর প্লেট দেয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। সরেজমিনে ১২০১ ও ১২০২ নম্বরের দুইটি নম্বর প্লেটের ছবিও পাওয়া গেছে।
তবে পৌরসভার মেয়র বলছেন, অনুমতি দেয়া হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু নাম্বার প্লেটের ছবিতে দেখা গেছে চলতি জুন মাস থেকেই অনুমতি দেয়া হয়েছে। এর মাঝে অনেক টমটমে নতুন নম্বর প্লেট লাগানোও হয়েছে।
অন্যদিকে অনুমতি নেয়া টমটমের চারগুণ চলাচল করছে শহরে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ নিরব। লেগে থাকে যানজট। জনদুর্ভোগের কারণ হয়ে অবৈধভাবে কিভাবে এতগুলো টমটম চলাচল করছে এনিয়ে প্রশ্ন রয়েছে শহরবাসীর মাঝে। তবে হবিগঞ্জ পৌরসভার মেয়রকে এ ব্যাপারে কঠিন সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।