মোঃ বাহার উদ্দিন, লাখাই থেকে ॥ লাগাতার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লাখাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোপা আমনের জন্য প্রস্তুত করা বীজতলা ও আবাদ করা জমির সাত হেক্টর পানিতে নিমজ্জিত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পাঁচ হেক্টর সদ্য রোপণ করা রোপা আমনের জমি ও ২ হেক্টর বীজতলা সাথে কিছু সব্জির জমিও প্লাবিত হয়েছে।
এদিকে, হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওযায় নদীর পানি লাখাইয়ের হাওরেও ঢুকছে। ফলে উপজেলার আরও বিভিন্ন স্থানে বীজতলা তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
এ বিষয়ে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, ‘যেসব রোপা আমনের জমি ও বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে; যদি বৃষ্টি থেমে যায় তাহলে সেগুলো রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে।