লাখাইয়ে ছিনতাইকারী চক্রের কবলে ব্যবসায়ী, গ্রেপ্তার ৩

শেষ পাতা

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ব্যবসায়ীর গতিরোধ করে টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেপ্তার হয়েছে। লাখাই থানা পুলিশ এ ঘটনায় এনিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গত সোমবার দিবাগত রাতে মঈন উদ্দিন ওরফে মাইন উদ্দীন (৪০) নামে ওই ব্যক্তিকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলায় বামৈ ইউনিয়নে বামৈ পশ্চিম গ্রামের মজিদ মিয়া ওরফে বুইদ্দা মিয়ার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, রাতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথসহ পুলিশ সদস্যরা মঈন উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বামৈ পশ্চিম গ্রামে মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট মুর্শেদ কামাল গত ৩০ আগস্ট রাত ৯টায় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী তাঁকে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।
কামাল মিয়া চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনজন পালিয়ে যায় ও উজ্জ্বল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি বামৈ পশ্চিম গ্রামে সঞ্জব আলীর ছেলে। সর্বশেষ গত রবিবার দিবাগত রাতে সন্তোষপুর গ্রামে আজগর আলীর ছেলে মোহন মিয়াকে (২২) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *