লাখাইয়ে হেভিওয়েট ৮ নেতা চান বামৈ ইউপি’র চেয়ার

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সকল প্রশাসনিক দপ্তর, পুলিশ স্টেশন ও হাসপাতালের অবস্থান বামৈ ইউনিয়নে। চারটি গ্রামের সমন্বয়ে গঠিত ইউনিয়নটিতে রয়েছে সরকারি কলেজ এবং উচ্চ বিদ্যালয়ও। সেই হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বামৈ।
ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে প্রতিবারই এখান থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেন রাজনৈতিক সংগঠনগুলোর উপজেলা পর্যায়ের নেতারা। এবারও এর ব্যত্যয় ঘটেনি। ইতিমধ্যেই আটজন প্রার্থী নেমে পড়েছেন আট-ঘাট বেঁধে। এদের মধ্যে দু’জন বিএনপি সমর্থিত এবং বাকীরা ক্ষমতাসীন দলের নেতা।
এবার নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব লীগ সভাপতি এনামুল হক মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আয়াতুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মুর্শেদ কামাল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার উমর ফারুক ও হাজী আজাদ হোসেন ফুরুক হোসেনের নাম।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বামৈ ইউনিয়নে চারটি গ্রামের অবস্থান। সকল ইউনিয়নের চেয়ে এখানে ভোটার সংখ্যাও বেশি। তবে প্রতি নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা থাকে দুই গ্রাম কেন্দ্রিক। একটি হল কাটিহারা আর অপরটি ভাদিকারা।
এলাকার কয়েকজন জানান, কাটিহারা ও ভাদিকারা গ্রামের ভোটারদের দিকে বরাবরই প্রার্থীদের নজর থাকে। ওই দুই গ্রামকে ঘিরে এবারো নানাভাবে প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে এবার যাদের নাম শোনা যাচ্ছে তারা সকলেই কারো থেকে কেউ কোন অংশে কম নয়। সেজন্য এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *