স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় নতুন করে আরো ২০৪ জন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। এনিয়ে উপজেলাটিতে সরকারি ভাতা ভোগীর সংখ্যা হয়েছে প্রায় ৮ হাজার।
গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতার বই বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়েছে এক বছরের ভাতার টাকাও।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান প্রমুখ।
লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান জানান, মোড়াকরি ইউনিয়নের নতুন ২০৪ জনের হাতে নতুন করে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। এদের মধ্যে বয়স্ক ৬৯, স্বামী নিগৃহীতা ৫৫ এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ৮০ জন। উপজেলাজুড়ে মোট সরকারি ভাতাভোগীর সংখ্যা প্রায় ৮ হাজার বলেও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছল লোকদের জন্য সারাদেশে ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। যা অন্য কোন সরকার করেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেহনতি মানুষের কষ্ট উপলব্ধি করেন। সেজন্যই বছর জুড়ে সকল শ্রেণি-পেশার অস্বচ্ছল লোকদের সুবিধা নিশ্চিত করে যাচ্ছেন।