শহরে বাসি মাংস বিক্রেতাদের ভোক্তার জরিমানা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভেজাল মাংস বিক্রি বন্ধ ও বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল রবিবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
অভিযানে ফ্রিজের মধ্যে কয়েকদিনের বাসি মাংস সংরক্ষণ করে রাখায় শায়েস্তানগরের মাসুক মাংসের দোকানকে ৫,০০০ টাকা, মূল্য তালিকা হালনাগাদ না করায় খাজা পোল্ট্রি ফার্মকে ২,০০০ টাকা এবং সোহেল মাংসের দোকানকে ১০০০ টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পেয়াজের বাজার ও চালের বাজারে বাজার মূল্য যাচাই এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগীতা প্রদান করে।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযানের সত্যতা নিশ্চিত করে দৈনিক খোয়াইকে জানান, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *