মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। একই সাথে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার ও উপজেলা অফিসের নাজির মোঃ উস্তার মিয়াকেও। গতকাল মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর অস্থায়ী কার্যালয়ে বদলীজনিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাসফিকা হোসেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা আক্তার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া খাতুন, নূরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মসদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, এসআই মোঃ আব্দুল মুকিত চৌধুরী, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন, মেম্বার মুজিবুর রহমান মারাজ, মহিলা মেম্বার মোমেনা খাতুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, শায়েস্তাগঞ্জে যোগদান করে চেষ্টা করেছি তৃণমূল মানুষের জন্য কাজ করার। এখানে কতটুকু সফল হয়েছি জানি না। নতুন কর্মস্থল সিলেটের জকিগঞ্জ উপজেলায় গিয়েও একইভাবে কাজ করতে চাই। আমি সবার দোয়া কামনা করছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, ইউএনও সুমী আক্তার দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার কর্মকান্ডে শায়েস্তাগঞ্জবাসীর অনেক উপকার হয়েছে। সকলের পক্ষ থেকে তাঁর সফলতা কামনা করছি।