স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ দলীয় বিদ্রোহীরা যেন নির্বাচন থেকে সরে যান এবং সংগঠন মনোনিত প্রার্থীকে সমর্থন দেন সেজন্য কাজ করছে জেলা আওয়ামী লীগ। তবে বুঝানোর পরও বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিলে তাদের ব্যাপারে পূর্বের মতোই সিদ্ধান্ত নেয়া হবে।
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে আজ সকাল দশটায় শহরের টাউন হল রোডস্থ দলীয় কার্যালয়ে সভা করবে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। এরই মাঝে সকল প্রার্থীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এনিয়ে সম্প্রতি পত্রিকায় একটি সংবাদ বিজ্ঞপ্তিও ছাপানো হয়েছিল।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু জাহির এমপি দৈনিক খোয়াইকে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন তার পক্ষেই সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। পূর্বে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে অংশ নিয়েছেন; কেন্দ্র থেকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছিল। শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনেও আওয়ামী লীগের সাথে জড়িত কেউ নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বি হিসেবে দাঁড়ালে তার ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগ পূর্বের ন্যায় সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, গত পহেলা ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আটজন প্রার্থী নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি মনোনিত প্রার্থী একজন করে দুইজন। বাকী পাঁচজন আওয়ামী লীগের বিদ্রোহী ও একজন স্বতন্ত্র।