স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বেশি দামে আলু বিক্রি করার বিষয় ধরা পড়লে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক ব্যবসায়ীর ৪শ’ কেজি আলু ৩৫ টাকা কেজিতে ক্রেতাদের নিকট বিক্রি করেছে। তবে কোন ক্রেতাকে দুই কেজির বেশি আলু দেয়া হয়নি।
অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা গতকাল বৃহস্পতিবার দুপুরে এ আলু বিক্রি করেন। এ সময় তিনি অপরিচ্ছন্ন পরিবেশে পন্য বিক্রি এবং অনুমোদনহীন রঙ ব্যবহারের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
দেবানন্দ সিনহা দৈনিক খোয়াইকে জানান, দাউদনগর বাজারের একজন ব্যবসায়ী বেশি মূল্যে আলু বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর ৪শ’ কেজি আলু ভোক্তাদের নিকট ৩৫ টাকা কেজিতে বিক্রি করেন। তবে কোন ক্রেতাকে দুই কেজির বেশি আলু দেয়া হয়নি।
অভিযান চলাকালে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ ও অনুমোদনিহীন রঙ ব্যবহারের জন্য একই উপজেলার লেঞ্জাপাড়ায় চাঁদনী ফুডকে ১৫ হাজার এবং পুরান বাজার এলাকার আউলিয়া বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিল।