শায়েস্তাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ॥ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরী ও মূল্য তালিকা না থাকায় ফার্মেসীসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা দিনব্যাপি অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
দেবানন্দ সিনহা দৈনিক খোয়াইকে জানান, গতকাল শায়েস্তাগঞ্জের পুরান বাজারের সেন্ট্রাল ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জয় দুর্গা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, মূল্য তালিকা না থাকায় সুজন ট্রেডার্সকে ২ হাজার এবং রিপন স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।
অভিযানে কাঁচা বাজার ও মাছ বাজারের সকল ব্যবসায়ীকে ওজন পরিমাপে ডিজিটাল মেশিন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন দেবানন্দ সিনহা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *