স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে ‘স্প্রে পার্টি’। একের পর এক বাসায় চেতনানাশক স্প্রে করে হাতিয়ে নেওয়া হচ্ছে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র। রাত জেগে পাহারা দিয়েও রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ; গেল এক মাসে পৌর এলাকার দক্ষিণ লেঞ্জাপাড়া, মহলুল সুনাম, শাহবাজপুরসহ বিভিন্ন পাড়ায় এমন ঘটনা ঘটেছে প্রায় ১২টি। বেশকিছু মানুষ দুর্বৃত্তদের স্প্রে করা চেতনানাশকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে একই কায়দায় উপজেলার লেঞ্জাপাড়া এলাকার সৈয়দ এবাদুল হক শাহীনের ভাড়া দেওয়া বাসায় চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এতে বাসার লোকজন অজ্ঞাত হলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়া হয়।
এ ঘটনায় আরিফ মিয়ার স্ত্রী ফরিদা আক্তার (৪০), মেয়ে ফারিহা আক্তার (১৩), ছেলে ফাইয়াদ মন্ডল (৭) ও পারভীন মন্ডলকে (৫) হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীন মিয়ার বাসার ভাড়াটিয়া রেলওয়ের গেটম্যান আরিফ মিয়া জানান, তিনি শুক্রবার রাত ১০টায় ডিউটির জন্য বাসা থেকে বের হয়ে যান। সকাল ৭টায় বাসায় এসে দেখেন দরজা খোলা, জানালার গ্রীল কাটা। বাসার ভেতরে সবকিছু এলোমেলো। স্ত্রী সন্তান অজ্ঞান অবস্থায় মধ্যে পড়ে আছে। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।
পৌর এলাকার বাসিন্দা মতি মিয়া জানান, অজ্ঞান পার্টির আতঙ্কে রাতে ঘুমাতে পারি না। পাড়ায় পাড়ায় পাহারাদার বসানো হয়েছে। তারপরও একের পর এক ঘটনা ঘটছে। আমরা চরম আতংকের মধ্যে আছি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান জানান, পুলিশ তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনার গডফাদার তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।