শায়েস্তাগঞ্জে ১৭৯ কেজি পোনামাছ জলাশয়ে অবমুক্ত

শেষ পাতা

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক রাজস্ব কর্মসূচির অর্থায়নে ২০২০-২০২১অর্থ বছরের পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুতাং নদী, খোয়াই নদী ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের পুকুরে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবনসহ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা জানান, বরাদ্দকৃত এক লাখ টাকায় নানা প্রজাতির ৩৩৪ কেজি পোনামাছ ক্রয় করা হয়। এরমধ্যে সুতাং নদীতে ৭৫ কেজি, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের পুকুরে ৪৪ কেজি ও খোয়াই নদীতে ৫৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বাকী পোনামাছ দ্রুত অন্যান্য জলাশয়ে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *