মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় আগাম নির্বাচনী হাওয়া বইছে। ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার যাত্রা শুরু। পৌরসভা গঠন করার পর একটি উপ-নির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ হিসেবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস পাওয়াও যাচ্ছে।
তাই আগাম নির্বাচনী প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে একেবারে প্রকাশ্যে নয়, সর্তকতার সহিত প্রচারণা চলছে। ইতোমধ্যে চা-স্টল, হাটবাজার, পাড়া-মহল্লায় আলোচনা শুরু হয়েছে কারা হচ্ছেন প্রার্থী এ বিষয়ে।
এসব আলোচনায় পৌরসভায় ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে বর্তমান কাউন্সিলর মোঃ জালাল উদ্দিন মোহন, সমাজসেবক নুনু আহমেদ, মুখলিছ মিয়া, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল গফুর, সাবেক কাউন্সিলর শাহ মোঃ এমরান, সমাজসেবক শাহ মোঃ কায়েস, ডাঃ ইছন মিয়া, এম কামাল মাহমুদ (পন্ডিত), ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নওয়াব আলী, সাবেক কাউন্সিলর আবু আহমেদ চৌধুরী বেলু, সমাজসেবক সেন্টু রায় ও আবদাল মিয়ার নাম আসছে।
এছাড়া এ তিনটি ওয়ার্ডে সম্ভাব্য সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে বর্তমান মহিলা কাউন্সিলর শিউলী বেগম, সমাজসেবিকা আফসানা ডলি, তুলনা আক্তার চৌধুরী, সাজিদা আক্তার সীমা ও মোছাঃ সেলিনা আক্তারের নাম লোকমুখে প্রকাশ পাচ্ছে।
অনেকে মত প্রকাশ করে বলেন, নির্বাচনে আরো বেশ কিছুদিন বাকী আছে। সময়ের সাথে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী বাড়বে। কারণ অনেকে করোনার কারণে নীরব আছেন। সময়মত প্রচারণায় আসবেন।