শায়েস্তাগঞ্জ পৌরসভায় আগাম নির্বাচনী হাওয়া-৩

প্রথম পাতা

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় আগাম নির্বাচনী হাওয়া বইছে। যদিও ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার যাত্রা শুরু। এ পৌরসভা গঠন করার পর একটি উপ-নির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ হিসেবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস পাওয়াও যাচ্ছে।
তাই আগাম নির্বাচনী প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে একেবারে প্রকাশ্যে নয় সর্তকতার সহিত প্রচারণা চলছে। ইতোমধ্যে স্টলে ও হাটবাজার পাড়া-মহল্লায় কারা হচ্ছেন প্রার্থী এ ধরণের আলোচনা শুরু হয়েছে।
এ আলোচনায় পৌরসভায় ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ তাহির মিয়া খান, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, সমাজ সেবক নূরুল হোসেন বাচ্চু, বাবুল মিয়া, মাসুম হাসান, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর খায়রুল আলম (মোহাম্মদ আলী), সাবেক প্যানেল মেয়র মাওলানা এমএ তাহের তালুকদার, সমাজ সেবক আব্দুল আহাদ, টিএম আফজল, জুনায়েদ তালুকদার, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার ও ফজর আলীর নাম আসছে।
এছাড়া এ তিনটি ওয়ার্ডে সম্ভাব্য সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে বর্তমান মহিলা কাউন্সিলর তহুরা খাতুন লাইজু, সাবেক মহিলা কাউন্সিলর মাফিয়া আক্তার, সমাজ সেবিকা রোকেয়া আক্তারের নাম লোকমুখে প্রকাশ পাচ্ছে।
এদিকে ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মজিদ বিএনপি’র দলীয় মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচন করার কথা রয়েছে। দলীয় মনোনয়ন না পেলে ওয়ার্ড বাসীর সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
অনেকে মত প্রকাশ করে বলেন, নির্বাচন আরো বেশ বাকী আছে। সময়ের সাথে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী বাড়বে। কারণ অনেকে করোনার কারণে নীরব আছেন। সময়মত প্রচারণায় আসবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *