শিক্ষার্থীদের সমন্বয়ে বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে খাদ্যপণ্যে ক্ষতিকারক রঙ মেশানো, অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা ও ভাউচার না থাকার অভিযোগে ছয় দোকানীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট পৌর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা অভিযানে নেতৃত্ব দিয়েছেন। অভিযানে মিষ্টিতে মানবদেহের জন্য ক্ষতিকারক রঙ মেশানো ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদনের অভিযোগে মাতৃমঙ্গল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার, মূল্য তালিকা না থাকায় ফল ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়া, মাসুদ মিয়া ও মোজাম্মেল মিয়াকে এক হাজার করে মোট ৩ হাজার, ভাউচার না থাকায় নিরজ্ঞন স্টোরকে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় পূর্নিমা মেডিকেল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আনসার-ভিডিপির একটি দল অভিযানে সহযোগিতা করে।
দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *