স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় নূর আলম হত্যার ঘটনায় নিহতের মেয়ের জামাতাকে গ্রেপ্তার ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করেছে পুলিশ।
গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা। গ্রেপ্তার ৩০ বছর বয়সী সেলিম মিয়া উত্তর কালিনগর এলাকার আবু মিয়ার ছেলে। তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
নিহত নূর আলম চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়নের বাসিন্দা মুন্সেফ উল্লার ছেলে।
পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, “হত্যাকান্ডের পর রাতেই সেলিমকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকা-ে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।” তিনি আরও বলেন, “সেলিম মিয়া আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।”
জানা গেছে, চার বছর আগে নূর আলমের মেয়ে লাইজু বেগমকে বিয়ে করেন সেলিম। দাম্পত্য জীবনে কলহের জের গত ২ জুলাই লাইজু একটি মামলা দায়ের করেন সেলিমের নামে মারপিটের অভিযোগ এনে। পরে গত রবিবার দুপুরে সেলিম তাঁর শশুর বাড়িতে যান। সেখানে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে শ্বশুর নূর আলমের বুকে উপুর্যুপরী ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।