স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম তপন, ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আওয়াল প্রমুখ। এছাড়া বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাসের পাশাপাশি ধর্মীয় উৎসব পালন করে। যে কোন ধরণের সহিংসতা কোন ধর্ম সমর্থন করে না। এ সকল সহিংসতা সমাজের শান্তি-শৃংখলা ভঙ্গ হয়। তাই সামাজিক মূল্যবোধ তৈরীর পাশাপাশি দেশের শান্তি-শৃংখলা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।