শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে ॥ সবুজায়ন বাড়াতে বেশি বেশি গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
তিনি গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।
ইউএনও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ রোপণের বিকল্প নেই। তাই আসুন অপরিণত গাছ নিধন বন্ধের পাশাপাশি বেশি বেশি করে গাছ লাগাই।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ, লোকনাথ রমন বিহারী (এলআর) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপ প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, সাংবাদিক শেখ নুরুল ইসলাম প্রমুখ।