সাংবাদিকদের ঝুঁকির সাথে দায়িত্ব পালন

শেষ পাতা

হবিগঞ্জে ৯টি উপজেলা। হাওর, পাহাড়, শিল্পাঞ্চল, শহর ও গ্রাম নিয়ে এ জেলা। জেলা শহর থেকে প্রতিদিন প্রকাশ হচ্ছে বেশ কয়েকটি দৈনিক পত্রিকা। এ ছাড়াও সাপ্তাহিক পত্রিকাও আছে। নতুন করে যুক্ত হয়েছে বহু অনলাইন নিউজ পোর্টাল। সাংবাদিকের সংখ্যাও বাড়ছে। এরমধ্যে প্রায় পত্রিকারই শহর থেকে শুরু করে পাড়া এলাকা পর্যন্ত আছে প্রতিনিধি। সম্মানী নেই। স্বেচ্ছাশ্রমে প্রায় সাংবাদিকরা এসব পত্রিকাগুলোয় কাজ করেন। এক সময় এ শহরে কয়েকটি সাপ্তাহিক পত্রিকা ছিল। দিন বদলের সাথে বের হচ্ছে নতুন নতুন পত্রিকা। কর্মক্ষেত্রে সাংবাদিকদের অনেক সময় ঝুঁকির মধ্যে যেতে হচ্ছে। দায়িত্ব পালনকালে বহু সাংবাদিক আহত হয়েছেন। মামলাও হজম করতে হয়েছে অনেককেই।
এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষাসহ নানা ক্ষেত্রে সংবাদ করতে গেলে প্রতিনিয়ত হুমকীর শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। যদিও জেলা শহর কেন্দ্রিক বিভিন্ন মিডিয়ায় কমর্রত হাতেগোনা সাংবাদিকরা সম্মানী পেলেও বাকীরা দায়িত্ব পালন করছেন নিজ উদ্যোগে। হামলা আর হুমকির মধ্যে হবিগঞ্জের নিবেদিত সাংবাদিকরা দায়িত্ব পালন করতে হচ্ছে। সৎ সাংবাদিকতা বড় কঠিন। পেশাদারিত্ব দেখানো সাংবাদিকের সংখ্যা কম। অনেকে নানা পেশার পাশাপাশি সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন। অনেক সাংবাদিককে কষ্টের মাঝে দায়িত্ব পালন করে যেতে গিয়ে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। যদিও এদিকে তেমন কারো নজর নেই। অস্বচ্ছল সাংবাদিকদের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানাই।
লেখক – মোঃ মামুন চৌধুরী
সাংবাদিক ও মানবাধিকার কর্মী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *