সিআর দত্তকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ সিআর দত্ত ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম শক্তি। গুরুত্বপূর্ণ একটি সেক্টরের দায়িত্ব পালন করেন তিনি। তার নামে আলোকিত হয়েছে হবিগঞ্জ জেলাও। আগামী বাংলাদেশের স্বার্থে নতুন প্রজন্মের সামনে তাকে তুলে ধরতে হবে।
মহান মুক্তিযুদ্ধের চার নম্বর সেক্টর কমান্ডার প্রয়াত চিত্ত রঞ্জন দত্তের (সিআর দত্ত) স্মরণে জেলা যুবলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল শনিবার দুপুরে পৌর টাউন হলে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অহিন্দ্র দত্ত চৌধুরী, বর্তমান সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক স্বরাজ রঞ্জন বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।
আরও বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, স্বণ ও রৌপ্য বণিক সমিতির সভাপতি স্বদীপ বণিক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ সারথি দাশ, জেল যুবলীগের সহ সভাপতি গৌতম কুমার রায়, জেলা যুবলীগের সদস্য বিপ্লব রায় সুজন, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক পঙ্কজ কান্তি দাশ পল্লব প্রমুখ।
সভার শুরুতেই সিআর দত্ত ও সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার আবু ওসমান এর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় জেনারেল সিআর দত্তের স্মরণে একটি স্মৃতি পরিষদ গঠনের প্রস্তাব করেন বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *