মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় খনন করা ৭ কিলোমিটার শৈলজুড়া ভাটি খাল পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
গতকাল সোমবার দুপুরে তিনি ওলিপুর এলাকার এ খালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে খালটির ওলিপুর থেকে হবিগঞ্জ সদর উপজেলার গোড়াবই এলাকায় সুতাং নদী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলী নূর, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, খালপাড়ে পরিবেশবান্ধব গাছ রোপন করতে হবে। খালটি সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। এ খালের মধ্যে প্লাস্টিক ও বর্জ্য ফেলা যাবে না। এ বিষয়টি শিল্প কারখানা কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে। কারণ এ খালের পানি চলে যাচ্ছে সুতাং নদীতে। সুতাং নদী রক্ষায় জেলা প্রশাসন কাজ করছে।