স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ দেশের এবং হবিগঞ্জের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে ছিলেন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত। তিনি কখনও নীতির সাথে আপোষ করেননি। কর্মজীবনে তিনি ছিলেন সকলের জন্য উদাহরণ। হবিগঞ্জের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ছিলেন সকলের অবিভাবক। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনীতির অনন্য রুপকার। মাতৃভাষা বাংলা ও দেশের প্রতি ছিল তার অসাধারন অনুরাগ। এটি তিনি যেমন মনে লালন করতেন তেমনিভাবে কর্মের মাঝেও প্রমাণ করতেন। তার মৃত্যুতে হবিগঞ্জ তথা জাতি হারিয়েছে এক সূর্য সন্তানকে। বর্তমান সমাজ ব্যবস্থায় তার এই শূণ্যতা অপূরণীয়।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর মানিক চৌধুরী পাঠাগারের উদ্যোগে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত স্মরণে শোকসভায় আলোচকরা একথাগুলো বলেন। হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর মানিক চৌধুরী পাঠাগারের সভাপতি ও সরকারী বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে শোক সভায় আলোচনায় অংশ নেন ন্যাপ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, অধ্যাপক নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ইসকনের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী, অ্যাডভোকেট ইমান উল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার চৌধুরী, আলী আহম্মদ খান, কমরেড হাবিবুর রহমান, পিযূষ চক্রবর্তী, অ্যাডভোকেট আব্দুল হান্নান, অধ্যক্ষ রফিক আলী, অ্যাডভোকেট মুরলী ধর, আব্দুল কুদ্দুছ, অনুপ কুমার দেব মনা ও মরহুম আফরোজ বখত এর সন্তান অ্যাডভোকেট সৈয়দ সামায়ুন বখত।
অনুষ্ঠানে মরহুম অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত এর কর্মময় জীবনের তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত(৮৬) ইন্তেকাল করেন।