সাহিদুর রহমান, বানিয়াচং থেকে ॥ মুজিববর্ষ উপলক্ষে দৃষ্টিনন্দন বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ৫শ’ হিজল, কৃষ্ণচূড়া, সোনালু ও কাঞ্চন গাছের চারা রোপন করা হয়েছে। সড়কটিতে মোট দশ হাজার চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোঃ সজীব আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা দৈনিক খোয়াইকে জানান, বানিয়াচং-নবীগঞ্জ সড়কে (এমএ রব সড়ক) বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী দিনে ৫শ’ হিজল, কৃষ্ণচূড়া, সোনালু ও কাঞ্চন গাছের চারা রোপন করা হয়েছে। সড়কটির সৌন্দর্য্য বৃদ্ধিতে মোট দশ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক নান্দনিক বানিয়াচং গড়ার এই প্রয়াসকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।