স্থায়ী ক্যাম্পাস বিষয়ে খোয়াইয়ের মুখোমুখি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে দৈনিক খোয়াই’র পক্ষ থেকে করা প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) প্রণয়ন চলছে। এরপর পরিকল্পনা কমিশনের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে প্রকল্পটি তোলা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক)। সেখানে অনুমোদনের পর এ দুটি প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু হবে।
গত ১৪ সেপ্টেম্বর দৈনিক খোয়াইয়ে ‘হবিগঞ্জ মেডিকেল কলেজে ব্যবহারিকে ঘাটতি নিয়েই শিক্ষা জীবন শেষ হচ্ছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে এই শূণ্যতার ব্যপারে কোন উদ্যোগ আছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, মেডিকেল কলেজ নিশ্চয়ই কোন হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়ে ব্যবহারিক সম্পন্ন করছে।
মন্ত্রী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও স্মার্ট অ্যাপের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগদানের আগে দৈনিক খোয়াই ও সময় টেলিভিশনের সঙ্গে কথা বলেন। প্রশ্নের উত্তর দিয়ে তিনি এ দুই গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান।
এ সময় যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোনো দেশ ভিসানীতি চালু করল কি না করল; এতে আমাদের নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী বছরের গোড়াতেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু রাজনীতি চর্চার স্বার্থে অন্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নেবে বলে আমরা মনে করি।
সেখানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *