স্বামী হত্যার দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত রাকা গ্রেপ্তার

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ তিনজনের সহযোগিতায় স্বামীকে হত্যার অপরাধে মৃত্যুদ-ের আদেশপ্রাপ্ত সৈয়দা রাকা বেগম (৩৯) গ্রেপ্তার হলেন আট বছর পালিয়ে থাকার পর।
গত মঙ্গলবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ওই নারীকে আটক করে। তিনি নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের সৈয়দ আব্দুল মতিনের মেয়ে।
আটকের পর গতকাল তাঁকে সিলেটের জালালাবাদ থানায় সোপর্দ করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে।
র‌্যাব-সিলেটের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক গতকাল রাতে খোয়াইকে এ তথ্য নিশ্চিত করেন।
রাকা বেগমের স্বীকারোক্তির বরাত দিয়ে ফারজানা হক জানান, রাকা বেগম ও তাঁর স্বামী সাদিকুর রহমান সিলেট নগরীর কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ১৮ অক্টোবর রাকা বেগম ও তাঁর অন্য তিন সহযোগি ঘুমের ওষুধ সেবন করিয়ে সাদিকুরকে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের বাবা সিলেটের জালালবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালে তদন্ত শেষে চারজনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে গত বছরের ১৭ মে আদালত তিনজনকে মৃত্যুদ- ও একজনকে যাবজ্জীবন সাজার আদেশ প্রদান করেন।
এরপর থেকেই সৈয়দা রাকা বেগম দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *