স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দুইটি আইসক্রীম ফ্যাক্টরীতে ক্ষতিকর ফ্লেভার, অনুমোদনবিহীন রঙ, ঘন চিনি এবং স্যাকারিন ব্যবহারের প্রমাণ মিলেছে। গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা শহরের কোর্ট স্টেশন এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অনুসন্ধানে কোকাকোলা ও নিউ পোলার নামক দুই আইসক্রীম ফ্যাক্টরীতে এসব ব্যবহারের প্রমাণ পান তিনি।
অভিযানে উল্লেখিত দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রয় এবং সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।
দেবানন্দ সিনহা দৈনিক খোয়াইকে বলেন, আইসক্রীমে ক্ষতিকর ফ্লেভার, অনুমোদনবিহীন রঙ, ঘন চিনি এবং স্যাকারিনের ব্যবহার জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলবে। কোকাকোলা ও নিউ পোলার নামক দুই আইসক্রীম ফ্যাক্টরীতে এই উপাদানগুলো ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদেরকে অর্থদন্ড করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। অভিযানকালে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।