স্টাফ রিপোর্টার ॥ জনরোষের মুখে থাকা হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান ও পলাশ রঞ্জন দে কে বদলী করে শিল্পাঞ্চল পুলিশ ও এপিবিএন-এ পাঠানো হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁরাসহ দেশের ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়।
প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান শিল্পাঞ্চল পুলিশে বদলী হয়েছেন।
জনরোষের কবলে থাকা এ দুই কর্মকর্তার বদলীর কারণ জানতে হবিগঞ্জ জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে অবগত নন বলে খোয়াইকে জানিয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ সদরে দুজন ও বানিয়াচং উপজেলায় ১০ জন নিহতের ঘটনায় অতিরিক্ত পুলিশ খলিলুর রহমান ও পলাশ রঞ্জন দে জনতার তোপের মুখে পড়েছিলেন।
ঘটনার দিন থেকে টানা এক সপ্তাহ তাঁদের বাইরে দায়িত্ব পালন করতে দেখা যায়নি; খোঁজে পাওয়া যায়নি কর্মস্থলে গিয়েও।