হবিগঞ্জে বন্যার পানিতে ভেসে গেল দেড় হাজার খামারের মাছ

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দেড় হাজার মৎস্য খামারের প্রায় ১০ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। জেলার ৬ উপজেলা থেকে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর এ তথ্য যোগাড় করেছে।
গতকাল শুক্রবার পর্যন্ত হবিগঞ্জ সদরে ৯০০টি, নবীগঞ্জে ২৫০টি, মাধবপুরে ২০০টি, চুনারুঘাটে ৮২টি, বাহুবলে ৩৫টি ও শায়েস্তাগঞ্জ উপজেলার ২০টি মৎস্য খামার বন্যায় প্লাবিত হয়।
মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ৬ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামার ১ হাজার ৫৪৭টি আর লোকসানে পড়া মৎস্য খামাড়ি ৫১৬ জন।
পানিতে ভেসে যাওয়া মাছের মধ্যে ৫ লাখ ৩৭ হাজার টন কার্প জাতীয় ও তিন কোটি পোনা মাছের মূল্য ৯ কোটি ২১ লাখ টাকা। এছাড়া আরও ১ কোটি ২৩ লাখ টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
হবিগঞ্জ জেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার খোয়াইকে জানান, গতকাল পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে যাওয়া ১ হাজার ৫৪৭টি মৎস্য খামাড়ের আয়তন ২৯৮ হেক্টরেরও বেশি।
তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত ৬টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার মৎস্য খামাড়িরা সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছেন। বন্যার পানি নেমে যাওয়ার পর হিসেব করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত মৎস্য খামাড়িদের তালিকা করে তাঁদের সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *