স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বন্যা কবলিতদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে পানিবন্দি মানুষদের নিরাপদে স্থানান্তর ও বাঁধ মেরামতের কাজ করছে সেনাবাহিনী। মেডিকেল দল গঠন করে লোকজনকে চিকিৎসা সহায়তাও দিচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের মেজর জেনারেল আজিজুল হক হাজারী গতকাল বৃহস্পতিবার এসব কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, ‘বন্যা দুর্গত এলাকায় আমাদের প্রকৌশলীদের পাশাপাশি উদ্ধার কাজের জন্য স্পীডবোট প্রদান করা হয়েছে। সেনাবাহিনী নদীর প্রতিরক্ষা বাঁধেও কাজ করছে।’
তিনি আরও বলেন ‘বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে আমাদের সার্বক্ষণিক নজরদারি আছে। যে কোন দুর্যোগে আমরা দেশের মানুষের পাশে আছি।’