হবিগঞ্জ শহরে টমটম ভাড়া ৫ টাকা বহালের দাবি

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ গরিবের গণপরিবহন খ্যাত টমটমে স্বাস্থ্যবিধি না মানায় ভাড়া ৫ টাকা বহালের দাবি উঠেছে সর্বত্র। প্রতিদিনই স্বল্প দুরত্বে উঠানামার ক্ষেত্রে ১০টাকা করে নেয়ায় এ দাবি উঠে। সচেতন শহরবাসী বলছেন, হয় স্বাস্থ্যবিধি মেনে টমটম চলুক না হয় আগের ৫ টাকা ভাড়া বহাল করা হউক। জানা যায়, মহামারী এই করোনার সময়ে অতিরিক্ত যাত্রী নেয়া, স্প্রে ও মাস্ক ব্যবহার না করাসহ নানা অভিযোগ রয়েছে টমটমের বিরুদ্ধে। যাত্রীরা বলছেন, টমটম চালকরা মুখে মাস্ক ব্যবহার করলেও যাত্রী তুলছেন স্বাস্থ্যবিধি না মেনেই। দেখা গেছে ৩-৪ জনের স্থলে আগের মতোই যাত্রী নিচ্ছে তারা। অভিযোগ উঠেছে অফিস, আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনা খুলে দিলেও গাড়ি ভাড়া কমানো হয়নি। ফলে অতিরিক্ত ভাড়ার চাপ পড়ছে সাধারণ মানুষের উপর।
সরেজমিনে দেখা গেছে, শায়েস্তানগর তেমুনিয়া বাজার থেকে চৌধুরী বাজার ও পইল সড়কে টমটমগুলোতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। প্রতিবাদ করলেই বাকবিতন্ডার ঘটনা ঘটছে।
করোনা ভাইরাসের শুরুতে সব ধরণের যানবাহন বন্ধ থাকলেও রিক্সা ও টমটম চলাচল অব্যাহত থাকে। প্রশাসন টমটম মালিক সমিতির সাথে পরামর্শ করে টমটমের ভাড়া ৫টাকা থেকে ১ জুনের থেকে ১০ টাকা করে। প্রত্যেক টমটমে তিন থেকে ৩ জন করে যাত্রী নেয়ার কথা বলা হয়। কিন্তু বাস্তব চিত্র দেখা গেছে ভিন্ন। প্রত্যেক টমটমে নেয়া হচ্ছে আগের মতো যাত্রী।
এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান জানিয়েছেন, যে সকল টমটম চালক স্বাস্থ্যবিধি মানছে না, তাদের বিরুদ্ধে আজ রবিবার থেকে অভিযান পরিচালনা করা হবে এবং ভাড়া কমানোর বিষয়টি সরকারি ঘোষণা বাস্তবায়িত হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে কমানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *