স্টাফ রিপোর্টার ॥ খাবারে ক্ষতিকর রঙ ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের অপরাধে চুনারুঘাটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে রানীগাঁও বাজারের রোহান ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার, অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য প্রস্তুত করায় নুরুল হক বেকারীকে ৩ হাজার, খাবারে ক্ষতিকর রঙ ব্যবহার, বিস্কুটের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য তালিকা না থাকায় চুনারুঘাট সদরের ঢাকা বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
দেবানন্দ সিনহা দৈনিক খোয়াইকে জানিয়েছেন, ভোক্তা অধিকার নিশ্চিতের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উল্লেখিত অভিযোগের প্রমাণ পাওয়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।