নবীগঞ্জে ভূয়া ডাক্তার ও মাদকের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

প্রথম পাতা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ভুয়া চিকিৎসক, মাদক সেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এছাড়া পার্কিং নিষিদ্ধ এমন স্থানে বাস অথবা যে কোন ধরনের যানবাহন থামলেই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল সোমবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বাজারে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ট্রাক লোড-আনলোড, নছিমন-করিমন বন্ধ এবং অপ্রাপ্ত বয়স্ক চালকদের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও আলোচনা করেন প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সীমানায় বহিরাগতদের দ্বারা যেন কোন অপরাধমূলক কাজ না হয় সেদিকেও গুরুত্বারোপ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *