আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলার ৫ নং শিবপাশা ইউনিয়নের নোয়াপাড়ায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ। অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও ৫ হাজার মিটার পাইপ জব্দ করে প্রশাসন। পরবর্তীতে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ জানান, আজমিরীগঞ্জে কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।