কাজী মাহমুদুল হক সুজন ॥ বাহুবল সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। দৈনিক খোয়াইকে এ তথ্য জানিয়েছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ।
তিনি জানান, গত রবিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন এসিল্যান্ড। নমুনা প্রদানের পর থেকেই তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন। গতকাল মঙ্গলবার পাওয়া রিপোর্টে তিনি করোনা আক্রান্ত সনাক্ত হন।
করোনা সংক্রমন শুরুর পর থেকেই নিয়মিত সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন এসিল্যান্ড খৃষ্টফার হিমেল রিছিল। উপজেলাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভোক্তা অধিকার নিশ্চিতে তার তৎপরতা সর্বত্র প্রশংসা কুড়িয়েছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারও করোনায় আক্রান্ত সনাক্ত হন। তিনিও বর্তমানে হোম আইসোলেশনে আছেন।